শিরোনাম
সরকারি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি লটারিতে ৪ জন নিবার্সী উত্তীর্ণ।
বিস্তারিত
সরকারি শিশু পরিবার ( মিশ্র) খাগড়াছড়ি হতে ২০২১ এ সরকারি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে মোট ১০ জন নিবাসী লটারিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে । তার মধ্যে লটারীতে উত্তীর্ণ হয়েছে ৪ জন্য।
উত্তীর্ণ নিবাসীদের বিদ্যালয় ও নাম হলো --
১) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়
ক) রুদ্র দেবনাথ - Morning Shift
খ) পরিপূর্ণ চাকমা - Day Shift
২) খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ক) ভাবনা দেওয়ান - Day Shift
খ) রিনা ত্রিপুরা - Morning Shift
অবশিষ্ঠ ৬ জন এতিম নিবাসী শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় রয়েছে।