শিরোনাম
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'২০২০ এর পুরস্কার বিতরণী'২১ অনুষ্ঠিত।
বিস্তারিত
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিবাসীদের হাতে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের শ্রদ্ধেয় উপপরিচালক জনাব মো. মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সম্মানিত সহকারি পরিচালক জনাব মো. জসীম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব অলক বড়ুয়া, উপতত্ত্বাবধায়ক জনাব মো. নাজমুল আহসান এবং প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি পর্ব শেষ হয়।