শিরোনাম
সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর'২০২০।
বিস্তারিত
প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর'২০২০। এ উপলক্ষে অংশগ্রহণকারী নিবাসীরা তাদের অনুশীলন শুরু করেছে। আজ নিবাসীদের এক সমাবেশে প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মো. নাজমুল আহসান অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের দিন তারিখ নির্ধারণ করা হবে।