শিরোনাম
প্রতিষ্ঠানের সেলাই ট্রেডে ২০২১ সালের জন্য নিবাসীদের প্রশিক্ষণ ক্লাশের সিলেবাস প্রস্তুত সম্পন্ন।
বিস্তারিত
প্রতিষ্ঠানের সেলাই ট্রেডের কারিগরি প্রশিক্ষক ও উপতত্ত্বাবধায়কের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ঠ গঠিত কমিটির মাধ্যমে সেলাই প্রশিক্ষণার্থী নিবাসীদের জন্য খসড়া সিলেবাস প্রস্তুত করা হয়েছে। খসড়া সিলেবাস যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত নতুন ব্যাচের জন্য সিলেবাস প্রস্তুতপূর্বক ক্লাশ শুরু করা হবে। ইতোমধ্যে নতুন ক্লাশের জন্য ছেলে ও মেয়ে নিবাসীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। দক্ষ ও প্রশিক্ষিত নিবাসী গঠণে কারিগরী প্রশিক্ষণ জোরালো ভূমিকা পালন করবে এই আশাবাদ সংশ্লিষ্ঠ সকলের।