শিরোনাম
প্রাক্তন নিবাসীদের মাঝে ২০২০-২১ অর্থবছরের প্রাপ্ত মেধাবৃত্তির চেক বিতরণ সম্পন্ন।
বিস্তারিত
প্রাক্তন নিবাসীদের মাঝে ২০২০-২১ অর্থবছরের প্রাপ্ত মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এবার প্রাপ্ত আবেদন যাচাইয়ের পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যোগ্য ৩ জন উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত প্রাক্তন নিবাসী শিক্ষার্থী এবং ৩ জন উচ্চতর স্তরে অধ্যয়নরত প্রাক্তন নিবাসীদের মাঝে মোট ১,২৬,০০০/- টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। নিবাসীদের মাঝে চেক বিতরণ করেন জনাব মোঃ মনিরুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি মহোদয়। সাথে ছিলেন মিজ রোকেয়া বেগম, সহকারি পরিচালক মহোদয়। এই সময় প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।